বহুব্রীহি সমাসে সাধারণত ব্যাসবাক্যে কোন শব্দগুলো ব্যবহৃত হয়?

A এবং, ও

B যার, যাতে

C যে, যিনি

D মতো, ন্যায়

Solution

Correct Answer: Option B

- বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলো কোনোটিই প্রধান না হয়ে, তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়।
- এই তৃতীয় পদকে বোঝানোর জন্য ব্যাসবাক্যে সাধারণত সম্বন্ধ পদ 'যার' বা 'যাহার' এবং কারকবাচক শব্দ 'যাতে', 'যাহাতে' ইত্যাদি ব্যবহৃত হয়।
- যেমন: দশ আনন যার = দশানন; নেই জ্ঞান যার = অজ্ঞান।

অন্যদিকে,
- 'এবং', 'ও' দ্বন্দ্ব সমাসে 
- 'যে', 'যিনি', 'ন্যায়' ইত্যাদি কর্মধারয় সমাসে ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions