'হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি' কোন সমাসের উদাহরণ?
Solution
Correct Answer: Option A
- ক্রিয়ার পারস্পরিকতা বা একে অপরের সাথে একই কাজ করা বোঝালে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়।
- এই সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
- 'হাতাহাতি' বলতে একে অপরের সাথে হাতে হাতে যুদ্ধ করা বোঝাচ্ছে, যা একটি পারস্পরিক ক্রিয়া।
- এরকম আরও উদাহরণ হলো- কানে কানে যে কথা = কানাকানি, লাঠিতে লাঠিতে যে লড়াই = লাঠালাঠি।