Solution
Correct Answer: Option D
- যে জমিতে ফসল জন্মায় না তাকে ঊষর বলা হয়।
- যে ভূমি বা জমি উর্বর নয় তাকে অনুর্বর বলা হয়। এই জমিতে ফসল ফলানো সম্ভব হলেও ফলন কম হয়।
- যে জমিতে চাষাবাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও বর্তমানে কোনো আবাদ বা চাষ করা হয়নি তাকে পতিত জমি বলা হয়।
- যে নারীর কোনো সন্তান হয় না তাকে এককথায় বন্ধ্যা বলা হয়।
- ঊষর জমি সাধারণত লবণাক্ত বা শুষ্ক হওয়ার কারণে সেখানে প্রাকৃতিকভাবেই কোনো ফসল জন্মানো সম্ভব হয় না।