তড়িৎ কোষ-এ শক্তির রুপান্তর কোনটি?

A তড়িৎ থেকে রাসায়নিক

B রাসায়নিক থেকে তড়িৎ

C তড়িৎ থেকে যান্ত্রিক

D ক+খ

Solution

Correct Answer: Option B

-যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ শক্তি পাওয়া যায় তাকে তড়িৎ কোষ বলে। এর দুটি প্রান্ত থাকে।একটি হলো -পজেটিভ (অ্যানোড) এবং অন্যটি নেগেটিভ (ক্যাথোড)।
-অ্যানোড তড়িৎদ্বারে জারণ এবং ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ সম্পন্ন হয়।
 -বৈদ্যুতিক কোষ সর্বপ্রথম ১৮০০ সালে আবিষ্কার করেন ইটালির বিজ্ঞানী আলেকসান্দ্রো ভোল্টা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions