Solution
Correct Answer: Option C
- Comply with একটি Appropriate Preposition বা যথোপযুক্ত পদান্বয়ী অব্যয়।
- এর বাংলা অর্থ হলো মেনে চলা বা সম্মত হওয়া।
- উদাহরণস্বরূপ বলা যায়- We should comply with the rules (আমাদের নিয়মগুলো মেনে চলা উচিত)।
- অপশনগুলোর মধ্যে ‘প্রতিকার’ এর ইংরেজি প্রতিশব্দ হলো Remedy।
- ‘বিশ্বাস’ এর ইংরেজি প্রতিশব্দ হলো Belief বা Trust।
- ‘সঠিক হওয়া’ বলতে সাধারণত Be correct বোঝায়।