নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ণ এর ব্যবহার হয়েছে?
Solution
Correct Answer: Option C
তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ণ- এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
- ঋ, র, ষ - এর পরে স্বরধ্বনি; ষ, য়, ব, হ,ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
- এখানে, ভ্রমণ শব্দটি ণ-ত্ব বিধানের নিয়মানুসারে হয়েছে।
- কল্যাণ, নিক্বণ, বাণিজ্য শব্দগুলোতে স্বভাবতই ণ হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকর, নবম-দশম শ্রেণি।