'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?
A চণ্ডীদাস
B বিদ্যাপতি
C রামকৃষ্ণ পরমহংস
D বিবেকানন্দ
Solution
Correct Answer: Option A
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি’ বলেছেন।
তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।'
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'