Solution
Correct Answer: Option D
- ‘যিনি বক্তৃতা দানে পটু’ এর সঠিক বাক্য সংকোচন হলো বাগ্মী।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘বাণ্মী’ শব্দটি একটি মুদ্রণপ্রমাদ বা টাইপ ভুল, যার সঠিক রূপ হবে ‘বাগ্মী’।
- সুবক্তা বলতে বোঝায় যিনি সুন্দর করে বা ভালো কথা বলেন।
- বাকপটু বা প্রত্যুৎপন্নমতি বলতে বোঝায় যার কথার বাচনভঙ্গি চতুর বা যিনি উপস্থিত বুদ্ধি দিয়ে কথা বলতে পারেন।
- অনলবর্ষী শব্দটি সাধারণত এমন বক্তার ক্ষেত্রে ব্যবহৃত হয় যার বক্তৃতা অত্যন্ত তেজস্বী বা প্রখর।
- অন্যদিকে, অকারণে বা অতিরিক্ত কথা বলেন যিনি, তাকে বলা হয় বাচাল।
- প্রয়োজনের চেয়ে কম বা অল্প কথা বলেন যিনি, তাকে বলা হয় মিতভাষী।