Solution
Correct Answer: Option A
- CNG-এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস।
- প্রাকৃতিকভাবে প্রাপ্ত গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তরলে রূপান্তর করে এই গ্যাস তৈরি করা হয়।
- এই গ্যাসের প্রধান উপাদানই হলো মিথেন ($CH_4$), যার পরিমাণ থাকে সাধারণত ৮০-৯০%।
- বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ অত্যন্ত বেশি, প্রায় ৯৫-৯৯%।
- মিথেন ছাড়াও এই গ্যাসে ইথেন, প্রোপেন এবং বিউটেন খুব সামান্য পরিমাণে থাকে।
- পেট্রোল বা ডিজেলের তুলনায় এটি কম দূষণ ঘটায় বলে একে পরিবেশবান্ধব জ্বালানি বলা হয়।