Solution
Correct Answer: Option B
✔প্রস্বেদন হচ্ছে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমের উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জল বাষ্পাকারে বের হয়ে যায়।
✔মূলত উদ্ভিদ যে পরিমাণ পানি মাটি থেকে শোষন করে তার সবটাই খরচ হয়ে যায়না। নানা জৈবনিক প্রক্রিয়ার জন্য পানি দরকার হয় যা ব্যবহার শেষে পানি হিসাবেই থেকে যায়। এসব পানি ও অতিরিক্ত পানি উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে দেহের বাইরে বাষ্পাকারে বের করে দেয়।
✔প্রস্বেদন তিন প্রকার। অর্থাৎ তিন ভাবে উদ্ভিদ এই পানি দেহের বাইরে বের করে দেয়।
১। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বা পাতার রন্ধপথ দিয়ে।
২। লেন্টিকুলার প্রস্বেদন বা উদ্ভিদ কান্ডের কিছু রন্ধ্র দিয়ে
৩। কিউটিকুলার প্রস্বেদন বা দেহের কান্ডের ফাটা অংশ দিয়ে।
তবে ৯৫% এর বেশি প্রস্বেদন পত্ররন্ধ্র দিয়েই হয়ে থাকে।