Who wrote the fantasy novel “Harry Potter”?
Solution
Correct Answer: Option C
- হ্যারি পটার হলো সাত খণ্ডের জাদুকরী কাল্পনিক উপন্যাসের একটি বিখ্যাত সিরিজ, যার রচয়িতা হলেন ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং (J.K. Rowling)।
- এই সিরিজের উপন্যাসগুলোর মূল বিষয়বস্তু জাদুকরদের এক গোপন ও রহস্যময় দুনিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
- গল্পের কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর জাদুকর এবং তার দুই বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারকে ঘিরে।
- ১৯৯৭ সালে এই সিরিজের প্রথম বই 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন' প্রকাশিত হওয়ার পর এটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
- জে. কে. রাউলিং এই সিরিজের জন্য বিশ্বসাহিত্যের ইতিহাসে অন্যতম সফল এবং ধনী লেখিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন।