Who wrote the fantasy novel “Harry Potter”?

A John Keats

B George Orwell

C J.K. Rowling

D Charles Dickens

Solution

Correct Answer: Option C

- হ্যারি পটার হলো সাত খণ্ডের জাদুকরী কাল্পনিক উপন্যাসের একটি বিখ্যাত সিরিজ, যার রচয়িতা হলেন ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং (J.K. Rowling)।

- এই সিরিজের উপন্যাসগুলোর মূল বিষয়বস্তু জাদুকরদের এক গোপন ও রহস্যময় দুনিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

- গল্পের কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর জাদুকর এবং তার দুই বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারকে ঘিরে।

- ১৯৯৭ সালে এই সিরিজের প্রথম বই 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন' প্রকাশিত হওয়ার পর এটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

- জে. কে. রাউলিং এই সিরিজের জন্য বিশ্বসাহিত্যের ইতিহাসে অন্যতম সফল এবং ধনী লেখিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions