Solution
Correct Answer: Option D
- ‘হৃদয় ঘাটত ব্যাপার স্যাপার’ নাটকটির রচয়িতা হলেন প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মমতাজউদ্দীন আহমদ।
- এটি তাঁর লেখা একটি বিখ্যাত হাস্যরসাত্মক নাটক, যা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত হয়েছে।
- মমতাজউদ্দীন আহমদ রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, ‘সাতঘাটের কানাকড়ি’, ‘কী চাহ শঙ্খচিল’, ‘বকুলপুরের স্বাধীনতা’ এবং ‘জমিদার দর্পণ’ ইত্যাদি।
- তিনি বাংলাদেশের স্বাধীনতা উত্তর নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত হন।
- নাট্যকলায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।