রেলওয়ে ষ্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক -
A আসলের সমান হবে
B আসলের চেয়ে বেশি হবে
C আসলের চেয়ে কম হবে
D আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
Solution
Correct Answer: Option B
শব্দের উৎস থেকে কম্পাঙ্ক যেদিকে যায় শব্দের উৎস বা ট্রেন সেদিকেই এগোতে থাকলে কম্পাঙ্কের মান বাড়ে। এতে শব্দের তীব্রতাও বাড়ে।