“তাম্বুল রাতুল হইল অধর পরশে” অর্থ কী?

A ঠোঁটের পরশে পান লাল হলো

B পানের পরশে ঠোঁট লাল হলো

C সূর্যের আলোয় ঠোঁট লাল হলো

D চাঁদের আলোয় ঠোঁট লাল হলো

Solution

Correct Answer: Option A

- 'তাম্বুল রাতুল হইল অধর পরশে' পঙক্তিটির রচয়িতা মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল
- এটি তাঁর বিখ্যাত 'পদ্মাবতী' কাব্যগ্রন্থ থেকে নেওয়া একটি উক্তি, যেখানে রানী পদ্মাবতীর রূপের বর্ণনা দেওয়া হয়েছে।
- সাধারণ অর্থে পান খেলে মানুষের ঠোঁট লাল হয়, কিন্তু এখানে কবি অতিশয়োক্তি অলঙ্কারের মাধ্যমে বুঝিয়েছেন যে, পদ্মাবতীর ঠোঁট এতটাই লাল ছিল যে, তার স্পর্শে পান নিজেই লাল হয়ে গেছে।
- পঙক্তিটির শব্দার্থ হলো: 'তাম্বুল' অর্থ পান, 'রাতুল' অর্থ লাল এবং 'অধর' অর্থ ঠোঁট।
- অর্থাৎ, সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ায়— 'ঠোঁটের স্পর্শে পান লাল হলো'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions