'বাড়ির অভিমুখে যাত্রা শুরু করলাম' - এই বাক্যতে 'অভিমুখে' কোন অনুসর্গ?
Solution
Correct Answer: Option B
সংস্কৃত অনুসর্গ- অপেক্ষা, অভিমুখে, উপরে, কর্তৃক, জন্য, দিকে ইত্যাদি। যেমন- গ্রীষ্ম অপেক্ষা শীত ভাল, মাথার উপরে সুনীল আকাশ, বাড়ির অভিমুখে যাত্রা শুরু করলাম ইত্যাদি।