‘তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ’ বাক্যটিকে সরল বাক্য়ে রূপান্তর করলে হবে-
A তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
B তুমি চেষ্টা করোনি, ফলে ব্যর্থ হয়েছ।
C তুমি চেষ্টা করোনি, অথচ ব্যর্থ হয়েছ।
D যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
Solution
Correct Answer: Option A
- 'তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।' বাক্যটি একটি যৌগিক বাক্য।
- এটিকে সরল বাক্যে রুপান্তর করলে হবে: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বা স্বাধীন বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি যোজক দ্বারা সংযুক্ত থাকে।
যেমন: তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
- যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
- যেমন: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।