'যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।' বাক্যটি কোন ধরনের? 

A সরল 

B জটিল 

C যৌগিক 

D অশুদ্ধ 

Solution

Correct Answer: Option B

সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তরের নিয়ম:

যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত- তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন -
সরল বাক্য: আমি এ সাক্ষী চাই না।
জটিল বাক্য: যে সাক্ষী এরকম, তাকে আমি চাই না।

সরল বাক্য: ধার্মিকেরা সুখী
জটিল বাক্য: যারা ধার্মিক, তারা সুখী ।

সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য।
জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions