বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলে (BIDF) উদ্বোধন করা হয় কবে?
A ৫ মার্চ ২০২১
B ৮ মার্চ ২০২১
C ১০ মার্চ ২০২১
D ১৫ মার্চ ২০২১
Solution
Correct Answer: Option D
বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলে (BIDF) উদ্বোধন করা হয় ১৫ মার্চ ২০২১ সালে।
- এই তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় 'পায়রা বন্দরকে'
- এর বার্ষিক বিনিয়োগ লক্ষ্যমাত্রা ২০০ কোটি মার্কিন ডলার।