একজন নভোচারী মঙ্গলগ্রহে পদার্পণ করলে তার ওজন কী হবে ?
Solution
Correct Answer: Option B
✔ আমাদের শরীরের ওপর পৃথিবীর যে আকর্ষণ, সেটাই হলো আমাদের ওজন। ওজন নির্ভর করে মূলত তিনটি বিষয়ের ওপর। ভর, পৃথিবীর ভর এবং পৃথিবীর কেন্দ্র থেকে আপনার দূরত্ব।
✔মঙ্গল গ্রহের ওজন পৃথিবীর ওজনের ০.১০৭ ভাগ। সুতরাং মঙ্গলে ভর একই থাকলেও ওজন অবশ্যই কম হবে! আর যেহেতু মঙ্গল আকারেও পৃথিবী থেকে ছোট তাই কেন্দ্র থেকে এর পৃষ্ঠের দূরত্ব অর্থাৎ ব্যক্তির দূরত্ব কম হবে। সুতরাং সব মিলিয় তার ওজন কমতে কমতে হয়ে যাবে পৃথিবীর ওজনের ৩৭.৭ শতাংশ অর্থাৎ কারো ওজন যদি পৃথিবীতে হয়ে থাকে ১০০ কেজি তবে মঙ্গলে তা হবে ৩৭.৭ কেজি।