বিটা রশ্মির ক্ষেত্রে সত্যি নয় কোনটি?
A বিটা রশ্মি ঋণাত্বক আধানযুক্ত
B চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না
C এটি অতি দ্রুত দ্রুতি সম্পন্ন ইলেকট্রনের প্রদাহ
D চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়
Solution
Correct Answer: Option B
✔আলফা রশ্মির বৈশিষ্ঠ্যঃ
১।এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস বা দ্বি-আয়নিক হিলিয়াম পরমাণু।
২।আলফা ধনাত্নক আধানযুক্ত ।
৩।এই রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়।
✔বিটা রশ্মির বৈশিষ্ঠ্যঃ
১। এটি অতি দ্রুত দ্রুতি সম্পন্ন ইলেকট্রনের প্রবাহ।
২।বিটা রশ্মি ঋণাত্নক আধানযুক্ত।
৩।এই রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় ।
✔গামা রশ্মির বৈশিষ্ঠ্যঃ
১।গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘের তাড়িত চৌম্বক বিকিরণ।
২।এর কোনো চার্জ বা ভর নেই এবং ইহা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়না।
৩।এটি জীবজগতের জন্য অত্যন্ত ক্ষতিকর।
৪।টিউমার,ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় এ রশ্মি ব্যবহার করা হয়।
৫।ক্যান্সার চিকিৎসায় ব্যবহ্নত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ।