বায়বীয় পরিবর্তিত কাণ্ড কোনটি?
 

A টোপাপানা 

B বাঁশ  

C টিউলিপ 

D শতমূলী 

Solution

Correct Answer: Option D

কতগুলো গাছের কান্ড বা কান্ডের অংশবিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য পরিবর্তিত হয়ে এমন অবস্থায় পৌছায় যে এদের কান্ড বলে মনে হয় না।এদেরকে বায়বীয় পরিবর্তিত কান্ড বলে।

যেমন- ফণিমনসা,শতমূলী,বেল,ময়না কাঁটা, মেহেদী, হাড়জোড়া,ঝুমকোলতা,বুলবিল প্রভৃতি। ফণিমনসার কাণ্ড পরিবর্তিত হয়ে পাতার মতো চ্যাপ্টা ও সবুজ হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions