দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলক ইবনে বতুতাকে কোন পদে নিযুক্ত করেন?

A সেনাপতি

B প্রধানমন্ত্রী

C কোতোয়াল

D কাজী

Solution

Correct Answer: Option D

- মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা(১৩০৪ থেকে ১৩৭৮), ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলা সফর করেন।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- তাঁর বাংলা সফরের মূল উদ্দেশ্য ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে সুপরিচিত সুফি সাধক শেখ জালালউদ্দিনের (যিনি হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী নামেও পরিচিত) সাথে সাক্ষাৎ করা। এই উদ্দেশ্যটির কথা তিনি নিজেই তাঁর ভ্রমণকাহিনীতে উল্লেখ করেছেন।
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে যখন একুশ বছর বয়সে ছিলেন, তখন তিনি বিশ্ব ভ্রমণে বের হন। আট বছরের মধ্যে তিনি উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব উপকূল এবং কনস্টান্টিনোপলসহ বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন। পরবর্তীতে তিনি ভারতে আসেন এবং ১৩৩৪ খ্রিস্টাব্দে দিল্লিতে পৌঁছান।
- দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলক তাঁকে দিল্লির কাজী পদে নিয়োগ দেন এবং তিনি প্রায় আট বছর এই পদে দায়িত্ব পালন করেন। এরপর সুলতান তাঁকে চীনের রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ করেন (১৩৪২ খ্রিস্টাব্দে)। কিন্তু যাত্রা পথে জাহাজডুবির কারণে তাঁর চীন যাওয়া সম্ভব হয়নি। এর পরিবর্তে তিনি মালয় দ্বীপপুঞ্জে যান এবং সেখানে এক বছর বিচারকের দায়িত্ব পালন করেন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions