দ্বারা, দিয়ে, হতে, চেয়ে এগুলো প্রধানত কী?
A উপসর্গ
B অনুসর্গ
C বিভক্তি
D প্রত্যয়
Solution
Correct Answer: Option B
দ্বারা, দিয়ে, হতে, থেকে, চেয়ে- এগুলো বিভক্তি হিসেবে চিনি। এগুলো মূলত অনুসর্গ।
- কিন্তু এগুলো বিভক্তি হিসেবেও ব্যবহৃত হয়। প্রশ্নে বিভক্তি ও অনুসর্গ দুইটাই থাকলে অনুসর্গ উত্তর করাই উত্তম।