বিশুদ্ধ অর্ধপরিবাহক কোন অবস্থায় অন্তরকের মত কাজ করে? 

A উত্তেজিত 

B বায়বীয় 

C তরল 

D শীতল 

Solution

Correct Answer: Option D

- অর্ধপরিবাহী এক বিশেষ ধরনের পদার্থ, যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি।
- সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ।
- বিশুদ্ধ অর্ধপরিবাহক শীতল অবস্থায় অন্তরকের মত কাজ করে এবং স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় খুব সামান্য পরিবাহী।
- তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কমতে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions