নিচের কোনটিকে রাক্ষুসে মাছ বলা হয়?

A হাঙ্গর

B টুনামাছ

C পিরানহা

D ক্যাটল ফিস

Solution

Correct Answer: Option C

-সবচেয়ে দ্রুতগামী মাছ টুনামাছ।
-হাঙ্গর কনড্রিকথিস শ্রেণিভুক্ত তরুনাস্থি বিশিষ্ট এক ধরনের শিকারী সামুদ্রিক মাছ।
-তেলাপিয়া মাছ মুখে ডিম রেখে বাচ্ছা ফুটায়।
-ক্যাটল ফিসের তিনটি হ্নদপিন্ড থাকে।
-পিরানহা রাক্ষুসে মাছ।লাংফিস অস্ট্রেলিয়া,দক্ষিন আমেরিকা ও আফ্রিকায় পাওয়া যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions