Solution
Correct Answer: Option B
- অঙ্কবাচক শব্দগুলোকে কথায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে।
- যেমন: এক, দুই, তিন, সাত।
অঙ্কবাচক = ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮
পরিমাণ/গণনাবাচক = এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট
ক্রম বা পূরণবাচক = প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম
তারিখ বাচক = পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছউই, সাতই, আটই