Solution
Correct Answer: Option D
- সুফিয়া কামাল রচিত প্রথম কাব্য 'সাঁঝের মায়া' (১৯৩৮)।
- কাব্যটির মুখবন্ধ লিখে দেন কাজী নজরুল ইসলাম।
- ১৯৮৪ সালে এটি রুশ ভাষায় সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয়।
- এ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা 'তাহারেই পড়ে মনে'।
তাঁর রচিত অন্যান্য কাব্য:
- 'মোর জাদুদের সমাধি পরে' (১৯৭২),
- 'মায়া কাজল' (১৯৫১),
- 'মন ও জীবন' (১৯৫৭),
- 'শান্তি ও প্রার্থনা' (১৯৫৮),
- 'উদাত্ত পৃথিবী' (১৯৬৪),
- 'দিওয়ান' (১৯৬৬),
- 'অভিযাত্রিক' (১৯৬৯),
- 'মৃত্তিকার ঘ্রাণ'।