প্রাকৃতিক চুম্বক কোন খনিজ থেকে তৈরি?
A ইন্ডিয়াম
B ম্যাগনেটাইট
C কোয়ার্টজ
D এফেসাইট
Solution
Correct Answer: Option B
- প্রাকৃতিক চুম্বককে পূর্বে লোড স্টোন বলা হত।
- লোড স্টোন হলো একটি খনিজ যা চুম্বকের মতো আচরণ করে।
- এটি ম্যাগনেটাইট নামে একটি খনিজ থেকে তৈরি।
- লোড স্টোনকে প্রাচীনকাল থেকেই চুম্বক হিসেবে ব্যবহার করা হয়ে আসছে।