Solution
Correct Answer: Option C
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- এ সমাসে উভয় পদই বিশেষ্য এবং উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে।
- এতে শুধু এবং, ও, আর সংযোজক অব্যয় পদ ব্যবহার করা হয়।
যেমন:
- সোনা ও রুপা = সোনা-রুপা,
- মাতা ও পিতা = মাতাপিতা,
- ধীরে ও সুস্থে = ধীরে-সুস্থে।
- নব রত্নের সমাহার = নবরত্ন (দ্বিগু সমাস);
- ধনুকের ন্যায় ভাঙ্গা = ধনুকভাঙ্গা (উপমান কর্মধারয় সমাস);
- বিজয় সূচক উৎসব = বিজয়োৎসব (মধ্যপদলোপী কর্মধারয়);
- বিজয়ের নিমিত্তে উৎসব = বিজয়োৎসব (৪র্থী তৎপুরুষ সমাস);
- বিজয়ের উৎসব = বিজয়োৎসব (৬ষ্ঠী তৎপুরুষ সমাস)।