Solution
Correct Answer: Option B
- যে সব উদ্ভিদে দিনের আলোর সময়সীমার উপর উদ্ভিদের ফুল ধারণ নির্ভর করে না, তাদেরকে দিন নিরপেক্ষ উদ্ভিদ বলা হয়।
- সূর্যমুখী, টমেটো, শসা, কার্পাস, আউস ধান ইত্যাদি নিরপেক্ষ দিনের উদ্ভিদ।
- সয়াবিন, আলু, আখ, কসমস, শিম, ডালিয়া, রোপা আমন, পাট ইত্যাদি হলো ছোটো দিনের উদ্ভিদ।
- ঝিঙা, লেটুস, পালংশাক, আফিম ইত্যাফি হলো বড় দিনের উদ্ভিদ।