কোন ক্ষেত্রে অবদানের জন্যে ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
A কোষে অক্সিজেন পরিবহন প্রক্রিয়া
B হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণ
C রক্ত পরিক্ষার মাধ্যমে ক্যান্সার নির্ণয়
D কৃত্রিম ডিএনএ উদ্ভাবন
Solution
Correct Answer: Option B
-গত ৫ অক্টোবর ২০২০ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে ২০২০ সালের তিনজন নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
এরা হলেন:
- হার্ভে জে অল্টার (যুক্তরাষ্ট্র)
- চার্লস এম রাইস (যুক্তরাষ্ট্র)
- মাইকেল হিউটন (যুক্তরাজ্য)
- হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদানের জন্যে তাদের নোবেল পুরস্কার প্রদান করা হয়।