Solution
Correct Answer: Option D
-যেসকল আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে, তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়।
-ধান, গম, আখ, তাল, নারিকেল, সুপারি, খেঁজুর, ভুট্টা ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদ এর উদাহরণ।
- বীজে দুইটি বীজপত্র বিশিষ্ট আবৃতবীজী উদ্ভিদ হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ।
-ছোলা, মটর, কাঁঠাল, আম, জাম, লিচু, শিম ইত্যাদি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ এর উদাহরণ।