মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে?

A মৌলের একটি পরমাণু

B মৌলের একটি অণু

C মৌলের পারমাণবিক ওজন

D মৌলের নামের সংক্ষিপ্ত রূপ

Solution

Correct Answer: Option D

-রসায়নে প্রতিটি মৌলের পরমাণুকে একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। ভিন্ন ভিন্ন পরমাণুর প্রতীক ভিন্ন ভিন্ন হয়।যে কোনো মৌলের পরমাণুর পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।

- কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন পূর্ণনামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন – হাইড্রোজেন এর প্রতীক H, অক্সিজেন এর প্রতীক O, নাইট্রোজেন এর প্রতীক N ইত্যাদি। আবার পানির সংকেত H2O থেকে বুঝা যাচ্ছে এখানে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন।  প্রতীক থেকে আমরা সংক্ষিপ্ত রূপ, একটি অনু ও পরমাণু সম্পর্কে জানতে পারি।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions