বিসর্গ-এর সাথে শ ষ স এর সম্পর্ক:
( ১ ) বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ / মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন (চ ছ) থাকলে বিসর্গ স্থলে তালব্য শিশ ধ্বনি ( ‘শ’ ) হয় । যেমন নিঃ+চয় = নিশ্চয় , শিরঃ+ছেদ = শিরশ্ছেদ ।
( ২ ) বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ / মহাপ্রাণ মূর্ধণ্য ব্যঞ্জন ( ট ঠ) থাকলে বিসর্গ স্থলে মূর্ধণ্য শিশ ধ্বনি ( ষ) হয় । যেমন ধনুঃ+টঙ্কার = ধনুষ্টঙ্কার , নিঃ+ঠুর = নিষ্ঠুর ।
( ৩ ) বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ / মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জন ( ত থ ) থাকলে বিসর্গ স্থলে দন্ত্য শিশ ধ্বনি ( স ) হয় । যেমন দুঃ+তর = দুস্তর, দুঃ+থ = দুস্থ ।