‘দুঃখ এবং বিপদ একসাথে আসে' এটি কোন শ্রেণির বাক্য?

A সরল বাক্য

B জটিল বাক্য

C যৌগিক বাক্য

D মিশ্র বাক্য

Solution

Correct Answer: Option C

 দুই বা ততােধিক স্বাধীন বাক্য যখন যােজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যােজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যােজকের কাজ করে।
যেমনঃঃ
- হামিদ বই পড়ছে,
- দুঃখ এবং বিপদ একসাথে আসে,
- তিনি সৎ কিন্তু কৃপণ, 
- আর সীমা রান্না করছে।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
- অন্ধকার হয়ে এসেছে – বন্ধুরাও মুখ ভার করে রইল।
- তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি – এতে দোষের কিছু নেই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions