নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?
A আমি বই পড়ছি
B সে ঘুমায়
C ছেলেরা মাঠে খেলছে
D মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
Solution
Correct Answer: Option B
যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলা হয়। অকর্মক ক্রিয়া সংবলিত বাক্যে ক্রিয়াকে কাকে বা কী প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
যেমনঃ সে ঘুমায়,
এখানে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয়- কী ঘুমায় বা কাকে ঘুমায়? তাহলে আমরা উত্তর পাই না।