কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?

A পদ্মা

B মেঘনা

C যমুনা

D তিস্তা

Solution

Correct Answer: Option B

চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা। উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল আসামের বরাক নদী যেটি নাগা-মনিপুর থেকে উৎপন্ন হয়ে সুরমা এবং কুশিয়ার নামে দুটি শাখায় বিভক্ত হয়ে সিলেট জেলায় প্রবেশ করেছে, সুরমা-কুশিয়ার নদী আজমিরী গঞ্জে মিলিত হয়ে কালণি নামে দক্ষিণে কিছুদুর মিলিত হয়ে মেঘনা নাম ধারন করে।

- ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।  
- এটি বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions