২০২৫-২৬ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে?

A কৃষি খাত

B পরিবহন ও যোগাযোগ খাত

C শিক্ষা খাত

D জন প্রশাসন 

Solution

Correct Answer: Option D

২০২৫-২০২৬ বাজেটঃ
জিডিপির আকার: ৬৪ লাখ ৪৪ হাজার ৫১৭ কোটি টাকা।
অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৮ শতাংশ।
বাজেটের আকার: মোট ৭ লাখ ৫০ হাজার কোটি টাকা (যা জিডিপির ১২.৭%)।
রাজস্ব প্রাপ্তি: ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা (অনুদান ব্যতীত)।

বাজেট ঘাটতি:
অনুদান ব্যতীত: ২ লাখ ১৫ হাজার কোটি টাকা।
অনুদান সহ: ২,১২,৩২৩ কোটি টাকা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (যা জিডিপির ৩.৭%)।
উন্নয়ন বাজেট বরাদ্দের পরিমাণ: ২,৪৩,৬৩২ কোটি টাকা।
পরিচালন বাজেট (অনুন্নয়ন বাজেট): ৫,০৬,৩১৮ কোটি টাকা।
(দ্রষ্টব্য: ঋণ, অগ্রিম ও দেনা পরিশোধ, খাদ্য হিসাব ও কাঠামোগত সমন্বয় বাদে)

সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ: ২ লাখ ৭ হাজার ৬২৯ কোটি টাকা (যা মোট বরাদ্দের ২৮.২৫%)।
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

সর্বোচ্চ বাজেট বরাদ্দপ্রাপ্ত খাতসমূহ (পরিচালন ও উন্নয়ন)
১ম সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: জনপ্রশাসন।
পরিমাণ: ১,৪৮,৩৯৯ কোটি টাকা (মোট বরাদ্দের ২০.৫%)।

২য় সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: শিক্ষা ও প্রযুক্তি।
পরিমাণ: ১,১০,৬৫৭ কোটি টাকা (মোট বরাদ্দের ১৪%)।

৩য় সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
পরিমাণ: ৭১,০৪৪ কোটি টাকা (মোট বরাদ্দের ৯%)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions