কোনটি নাম ধাতু?

A ঘুম +আ

B কৃ+তব্য

C খেল+এ

D নাচ+আ্‌

Solution

Correct Answer: Option A

শব্দের সাথে 'আ' প্রত‍্যয় যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে।
যেমন: 
- ঠ‍্যাঙা+আ= √ঠ‍্যাঙা (ঠ‍্যাঙানো)
- লাঠি+আ=√লাঠা (লাঠানো/ লাঠিপেটা করা)
- ঘুম+আ=√ঘুমা (ঘুমানো)
- জুতা+আ=√জুতা (জুতানো/জুতাপেটা করা)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions