Solution
Correct Answer: Option B
প্রবাসী আয়-
• প্রকাশ: জুন ২০২৪।
• প্রকাশক: KNOMAD
• প্রতিবেদনের নাম: Migration and Development Brief 40
• প্রতিবেদন অনুযায়ী--
• প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ: ভারত (১১৯,৫২৬ মিলিয়ন মার্কিন ডলার)
• বাংলাদেশের অবস্থান: ৭ম (২২,১৬৮ মিলিয়ন মার্কিন ডলার)
• জিডিপিতে অবদানে শীর্ষ দেশ: টোঙ্গা (৪০.৬%)।