Solution
Correct Answer: Option C
- খাসিয়া জাতিগোষ্ঠীরা দলবদ্ধ হয়ে বসবাস করে, তাদের এই গ্রামগুলো ‘পুঞ্জি’ নামে পরিচিত।
- জীবিকা নির্বাহের জন্য তারা সাধারণত পাহাড়ের ঢালে বা টিলায় পানের বা কমলালেবুর বাগান করে, যাকে কেন্দ্র করেই এই পুঞ্জিগুলো গড়ে ওঠে।
- প্রতিটি পুঞ্জি পরিচালনার দায়িত্বে থাকেন একজন প্রধান, খাসিয়াদের ভাষায় যাকে ‘সিইয়েম’ (Minister) বলা হয়।
- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় প্রচুর খাসিয়া পুঞ্জি রয়েছে।
- অপরদিকে, পার্বত্য চট্টগ্রামের ম্রো বা মুরং উপজাতিরা তাদের বাড়িতে বা গ্রামকে ‘বারাং’ বলে থাকে।