কোন বাক্যটি চলিত ভাষায় লেখা?
A সে কাজ করিয়া বাড়ি ফিরছিল
B পড়ায় তাহার মন নাই
C বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন
D এতদ্ভিন্ন বহু স্থলে এরুপ হইয়া থাকে
Solution
Correct Answer: Option C
যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে বিদ্যমান থাকে, তাকে চলিত ভাষা বলে। যেমন : তারা কাজ করছে, সে এখানে আসবে বলেছিলো ইত্যাদি।