Solution
Correct Answer: Option C
* ত্রিশঙ্কু দশা: এটি একটি বিশিষ্ট বাগধারা। এর আক্ষরিক বা পৌরাণিক অর্থ হলো স্বৰ্গ ও মর্ত্যের মাঝামাঝি অবস্থান। আলঙ্কারিক অর্থে বা বাগধারা হিসেবে এর অর্থ হলো- দোটানা অবস্থা, উভয়সঙ্কট বা মধ্যবর্তী অবস্থা।
* উৎস: হিন্দু পুরাণ অনুযায়ী, ইক্ষ্বাকুবংশীয় রাজা সত্যব্রত বা ত্রিশঙ্কু সশরীরে স্বর্গে যেতে চেয়েছিলেন। কিন্তু স্বর্গের দেবতা ইন্দ্র তাকে নিচে ফেলে দেন এবং ঋষি বিশ্বামিত্র তাকে পুণরায় উপরে তোলার চেষ্টা করেন। ফলে তিনি স্বর্গ ও মর্ত্যের মাঝে ঝুলে থাকেন। এই অবস্থা থেকেই 'ত্রিশঙ্কু দশা' বা 'না স্বর্গ, না মর্ত্য' অবস্থার উৎপত্তি হয়েছে।
• উদাহরণ:
চাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা শুরু করতে গিয়ে বিপদে পড়েছি, আমার এখন ত্রিশঙ্কু দশা।