বাংলার প্রথম স্বাধীন সালতানাতের প্রথম রাজধানী ছিল -
Solution
Correct Answer: Option D
- অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে পাল বংশের আমলে বাংলার রাজধানী ছিল গৌড়।
- ১১৯৮ সালে মুসলিম সুলতানরা গৌড় অধিকার করার পরেও গৌড়ই বাংলার রাজধানী থেকে যায়।
- আর ১২৮১ সালে মুসলিম আধিপত্যের সূচনা হয় সোনারগাঁও অঞ্চলে।
- ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন।
- মুসলিম সুলতানরা ১৩৩৮ থেকে ১৩৫২ সাল পর্যন্ত সোনারগাঁওকে রাজধানী হিসেবে ব্যবহার করে।
- অন্যদিকে, ১৬১০ সালে সুবেদার ইসলাম খান রাজমহল থেকে ঢাকায় (জাহাঙ্গীরনগর) রাজধানী স্থাপন করে।