Solution
Correct Answer: Option D
- Imperative sentence বা নির্দেশমূলক বাক্যের শেষে যখন "Let's" বা "Let us" ব্যবহৃত হয় এবং বাক্যটি কোনো প্রস্তাব বা suggestion জানায়, তখন সেই বাক্যের tag question সাধারণত "shall we?" হয়।
- উদাহরণস্বরূপ, "Let's have a cup of tea" বাক্যটি একটি প্রস্তাব, এবং এর সাথে সঠিক tag question হবে "shall we?" কারণ "shall we?" প্রস্তাবিত কর্মটি সম্মতির জন্য এবং বাক্যটির আদেশাত্মক ভাবের সাথে মেলে।