ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি?

A অবকাঠামোগত

B প্লাটফর্মভিত্তিক

C সফটওয়্যার

D সবগুলো

Solution

Correct Answer: Option D

ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পুরন করে । এটি এমন একটি প্রজুক্তি যা সহজতরভাবে কম সময়ে অধিক ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে থাকে. ২০০৬ সালে অনলাইন ভিত্তিক ই- কমার্স প্রতিস্থান আমাজন ডট কম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে । 
সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিঙকে তিন ভাগে ভাগ করা যায় । যথাঃ
- অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS)
- প্লাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a service PaaS)
- সফটওয়্যার সেবা (Software application as a service-SaaS)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions