কৃষিশুমারিতে কৃষি অন্তভুর্ক্ত বিষয় ৩টি যথাঃ শস্য, মৎস্য, প্রাণিসম্পদ
১৯৭৭ স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারী
১৯৮৬ দ্বিতীয় কৃষিশুমারী
১৯৯৭ তৃতীয় কৃষিশুমারী
২০০৮
চর্তুথ দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষিশুমারী যা শহর ও গ্রাম একযোগে অনুষ্ঠিত হয়।
২০১৯ পঞ্চম কৃষিশুমারি
তবে স্বাধীনতার আগে ১৯৬০ কৃষি শুমারি হয়।