A Data Managament Language
B Data Manipulation Language
C Data Maintenance Language
D Database Management Language
Solution
Correct Answer: Option B
- DML এর পূর্ণরূপ হলো Data Manipulation Language।
- এটি এক ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ভাষা বা কমান্ড সেট যা ডেটাবেজের ডেটা পরিচালনা বা ম্যানিপুলেট করতে ব্যবহৃত হয়।
- মূলত ডেটাবেজে নতুন তথ্য যোগ করা, পুরোনো তথ্য পরিবর্তন করা, তথ্য মুছে ফেলা এবং তথ্য খুঁজে বের করার জন্য DML ব্যবহৃত হয়।
- DML-এর প্রধান কমান্ডগুলো হলো— SELECT (ডেটা দেখার জন্য), INSERT (ডেটা প্রবেশের জন্য), UPDATE (ডেটা পরিবর্তনের জন্য) এবং DELETE (ডেটা মুছে ফেলার জন্য)।
- এটি DDL (Data Definition Language) থেকে আলাদা, কারণ DDL ডেটাবেজের কাঠামো তৈরি করে, আর DML সেই কাঠামোর ভিতরের ডেটা নিয়ে কাজ করে।