Solution
Correct Answer: Option C
জেনারেশন জেড (Gen Z) বা 'জেন-জি' প্রজন্মের সদস্যদের জন্মকাল সাধারণত ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ধরা হয়। এই প্রজন্ম প্রযুক্তি, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে বেড়ে উঠেছে। তারা ডিজিটাল যুগের প্রথম প্রকৃত "ডিজিটাল নেটিভ" প্রজন্ম হিসেবে পরিচিত।