চৌম্বক আবেশ প্রকাশ করা হয় যে এককে তার নাম -
Solution
Correct Answer: Option A
চৌম্বক আবেশ (Magnetic flux) প্রকাশ করা হয় ওয়েবার (Weber) এককে।
চৌম্বক আবেশের ঘনত্ব (Magnetic flux density) প্রকাশ করা হয় টেসলা (Tesla) এককে।
আত্নপ্রবর্তন বা পারস্পরিক প্রবর্তন সহগ (Coefficient of self or mutual induction) প্রকাশ করা হয় হেনরি (Henry) এককে।
স্থির তড়িৎ ও চল তড়িৎ গুরুত্তপুর্ণ প্রশ্নঃ
♦ বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-একই হয়
♦ বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন্ ধাতুর তার ব্যাবহার করা হয়? নাইক্রোম
♦ বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-মটির সঙ্গে সংযোগ হয় না
♦ আকাসে বিজলী চমকায়- মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
♦ দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ -বিদ্যুৎ এর অপচয় কম হয়
♦ সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে - কার্বন দন্ড ও দস্তার কৌটা
♦ বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা -তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
♦ মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -ওয়েভ গাইডের মধ্য দিয়ে
♦ সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়? নাইট্রোজেন
♦ টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? আর্গন
♦ বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার
♦ বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -? স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
♦ বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়? কিলোওয়াট ঘণ্টায়
♦ বৈদ্যুতিক বাল্ব তড়িৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? আলোক ও তাপ শক্তিতে
♦ বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? অ্যামিটার
♦ এস. আই এককে চোউম্বক ফ্লাক্স এর একক কি? ওয়েবার
♦ স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলী থেকে গৌণ কুন্ডলীর তারের পাকের সংখ্যা কি রকম থাকে? বেশী
♦ স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলী থেকে গৌণ কুন্ডলীর তারের পাকের সংখ্যা কি রকম থাকে?কম
♦ রেডিওতে কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়?স্টেপ ডাউন
♦ একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে- বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
♦ বাংলাদেশে তড়িৎ কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে সাইকেল এর তাৎপর্য - প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০বার দিক বদলায়